একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির যুগে সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষা এবং প্রযুক্তি এখন একে অপরের পরিপূরক। প্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষা ব্যবস্থার আধুনিকী করা হয়েছে। ফলে বিশ্বায়নের যুগে বাংলাদেশ এক্ষেত্রে পিছিয়ে নেই। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়ার ব্যবহার এবং অনলাইনে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য-হালনাগাদ করণে প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে প্রতিষ্ঠানের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে সহজেই জানা যাচ্ছে। এমনই একটি ওয়েবসাইট সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ এর পক্ষ হইতে তৈরি করা হয়েছে এবং সকল তথ্য আপডেট করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। চাকুরী জীবনে এমন একটি মহৎ কাজ করে মনের দিক দিয়ে প্রশান্তি পাচ্ছি। আমি ওয়েবসাইটের মাধ্যমে সকল সঠিক তথ্য হালনাগাদ করে অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর ভবিষ্যতে উন্নতি কামনা করছি।